Rahul Dravid: ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে বুধবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়
আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে ইডেনে। গতকাল রাতেই কলকাতায় এসেছে ভারতীয় টিম। গতকাল রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। হাই প্রেশারের সমস্যা দেখা দিয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। তবে রাতেই সিএবি'র সঙ্গে যোগাযোগ করে ওষুধ নিয়ে আসা হয়েছিল। পরিস্থিতি রাতেই স্বাভাবিক হয়ে যায়। আজ দলের সঙ্গে মাঠে উপস্থিত রয়েছেন তিনি।