Ravindra Jadeja: জাডেজার চোট নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই, বাড়ল জটিলতা
চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়া রবীন্দ্র জাডেজাকে নিয়ে জটিলতা বাড়ল। জাডেজার চোট নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই। খেলার সময় বা অনুশীলন চলাকালীন চোট পাননি জাডেজা, খবর সূত্রের। জাডেজা চোট পেয়েছেন স্কি বোর্ডের ওপর দাঁড়িয়ে মজা করতে গিয়ে, খবর সূত্রের। স্কি বোর্ডের উপর দাঁড়ানো অনুশীলনের অংশ ছিল না, জানা গিয়েছে বোর্ড সূত্রে। আঘাতের কারণেই জাডেজার ওপর ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড।
Tags :
Ravindra Jadeja Cricket Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda BCCI ABP Ananda Bengali News