Sourav Ganguly: সৌরভ সিএবি-র জন্য লড়াই করলে তা ক্রিকেটের জন্য সমৃদ্ধকর, স্বাগত জানানোই উচিত, মন্তব্য বিশ্বরূপ দে-র

'সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি-র জন্য লড়াই করলে তা ক্রিকেটের জন্য সমৃদ্ধকর। কাজেই এতে স্বাগত জানানোই উচিত'। সিএবি নির্বাচনে সভাপতি পদে লড়ার কথা ঘোষণা পর এমনটাই বললেন সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। এদিন তিনি বলেন,  'সৌরভ ক্রিকেট জীবনে জহুরির চোখ দিয়ে একের পর এক প্রতিভাদের তুলে এনেছিলেন, ভারতকে বহু ম্য়াচ জিতিয়েছিলেন, আমরা সেই সৌরভকেই দেখতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিকরণের মধ্য়ে দিয়ে সৌরভ প্রশাসন জীবন পালন করুক সেটা বাঙালিদের অভিপ্রেত নয়। ক্রিকেটার সৌরভ যেভাবে স্বাধীনচেতা হিসেবে কাজ করেছেন প্রশাসক সৌরভও সেভাবেই কাজ করুক'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola