Southampton Test: পরপর আউট বিরাট-ঋষভ, সাউদাম্পটানে ২১৭ রানেই শেষ ভারতের ইনিংস

বৃষ্টি বিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানেই গুটিয়ে গেল ভারতের (India) ইনিংস। কোহলি, রাহানে, অশ্বিন – এই তিনজনের ব্যাটে ভর করে কিছুটা রান করল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২২ গজে ব্ল্যাক ক্যাটসদের পাশাপাশি আর একটি অদৃশ্য শত্রুর সঙ্গে লড়ে যেতে হচ্ছে বিরাটদের। সাউদাম্পটানের (Southampton) আকাশ। ভিজে আউটফিল্ডের জন্য এদিনও দেরিতে শুরু হয় খেলা। আর কিছুক্ষণের মধ্যেই জোড়া ধাক্কা। পরপর আউট হন বিরাট ও ঋষভ। ৭৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬১ রানে বেশ চাপে পড়ে যায় ভারত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola