
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, মরুশহরে রুদ্ধশ্বাস জয়
ABP ANANDA LIVE: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, মরুশহরে রুদ্ধশ্বাস জয় । দুবাইতে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া । নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ উইকেটে জয় রোহিত ব্রিগেডের । ৮৩ বলে ৭৬ রান করেন রোহিত শর্মা, ৪৮ রান করেন শ্রেয়স । প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড । ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ী ভারত । এনিয়ে ৩বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত । ২৫ বছর পরে নিউজিল্যান্ড হারিয়ে টিম ইন্ডিয়ার বদলা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ SFI আহত পড়ুয়া ও সম্পাদক অভিনব বসু বলেন, ওঁরা যদি এসে আমাদের সঙ্গে আলাপচারিতায় এঙ্গেজ না করেন, ডায়লগে না যান, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন শাট ডাউন করতে বাধ্য হব। শেষমেশ এবার সমাধানসূত্র খুঁজতে সোমবার সবপক্ষকে নিয়ে বৈঠক ডাকল বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO নেতা সৌম্যকান্তি ভট্টাচার্য বলেন,কাল ভিসি ডেকেছেন সবপক্ষকে। দেখা যাক কী হয়।