BCCI: বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি, আবেদন খারিজ বিসিসিআই-এর ইলেক্টোরাল অফিসারের

Continues below advertisement

ABP Ananda Live: 'বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি'। 'বিসিসিআই-এর ইলেক্টোরাল ড্রাফটের চূড়ান্ত তালিকায় নেই সিএবি'। 'নির্বাচনে বাকি ৩৪টি সংস্থা অংশ নিলেও থাকবে না সিএবি'। 'নির্দিষ্ট সময়ে নিময় মেনে অনলাইনে আবেদন করেনি সিএবি'। সিএবির আবেদন খারিজ বিসিসিআই-এর ইলেক্টোরাল অফিসারের। 'অফলাইনে হার্ড কপিতে আবেদন করলেও তা খারিজ'। 

 

আরও খবর, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল CBI-এর। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সর্বোচ্চ শাস্তির সওয়াল। 'অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে'। 'এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ'। 'সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক'। আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন CBI-এর।

আজ শেষকৃত্য় হবে মালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের। শেষকৃত্যে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য়ের মন্ত্রী, দলের বিধায়করা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram