Subha Paul in Bayern Munich: বায়ার্ন মিউনিখের বিশ্ব যুব দলে স্বপ্নের উড়ান হাওড়ার শুভর

Continues below advertisement

সালকিয়া টু বায়ার্ন মিউনিখ। এ যেন রূপকথার কাহিনি, রূপকথার উড়ান। হাওড়ার সালকিয়ার শুভ পাল সুযোগ পেয়েছেন বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব ১৯ দলে। সূত্রের খবর, ৬৪টি দেশ থেকে ৬৫৪ জন ফুটবলারের অনলাইনে ট্রায়াল নেয় ক্লাব কর্তৃপক্ষ। ১২০০-র উপর ভিডিও জমা পড়ে। তা থেকে বায়ার্নের টেকনিক্যাল টিম বেছে নেয় ১৫ জনকে। সেই তালিকায় রয়েছেন শুভ। পরিবার সূত্রে খবর, মেক্সিকোতে ২৮ জুন বায়ার্নের আবাসিক শিবিরে যোগ দেবেন তিনি। ১৫ জনের মধ্যে থেকে ১১ জনকে নিয়ে তৈরি হবে অনূর্ধ্ব-১৯ দল। সেখানেও ঢুকে পড়ার বিষয়ে আশাবাদী হাওড়ার তরুণ ফুটবলার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram