Sunil Chhetri Exclusive Interview: ট্রফি না জিতলেও মেসিই বিশ্বসেরা, ৩৩ ম্যাচ অপরাজিত ইতালি ভয়ঙ্কর, বলছেন সুনীল ছেত্রী
Continues below advertisement
সুপার সানডে। বিশ্ব ফুটবলের ইতিহাসে এরকম দিন কমই এসেছে। রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় কোপা আমেরিকা ফাইনালে নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের ব্রাজ়িলের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্তিনা। আর একই দিনে রাত সাড়ে বারোটায় ইউরো কাপের ফাইনালে ইতালির মুখোমুখি ইংল্যান্ড। ফুটবল বিশ্বের দুই সেরা টুর্নামেন্ট ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কোপা ফাইনালে কারা এগিয়ে, ইউরোয় ফেভারিট কে, আর্জেন্তিনার জার্সিতে মেসির ট্রফি খরা কাটবে? দুই হাইভোল্টেজ় ফাইনালের আগে এবিপি লাইভ-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্লেষণ করলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
Continues below advertisement
Tags :
Copa America 2020 Euro 2020 Euro Cup Final Copa America Final Sunil Chhetri Interview Sunil Chhetri EXCLUSIVE Indian Football Team Captain