Sourav Ganguly : 'আরও অনেকদিন খেলবে রোহিত-বিরাট', ফাইনালের আগে আশাবাদী সৌরভ | ABP Ananda Live

ABP Ananda Live : 'ভারতের যা পারফর্ম্যান্স তাতে তাদেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত। আরও অনেকদিন খেলবে রোহিত-বিরাট। আজ আগে ব্যাটিং করলে জেতার সম্ভাবনা বেশি', টি-টোয়েন্টি বিশ্বককাপ ফাইনালের আগে এবিপি আনন্দকে এক্সক্লুসিভ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

শেষ পর্যন্ত কাটবে কি খরা? শনিবার টি-২০ বিশ্বকাপের (T20 world cup) মুকুট কি উঠবে রোহিতদের মাথায়? গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল থেকেও খালি হাতে ফিরতে হয়েছিল। এবার কি ছবিটা পাল্টাবে টিম ইন্ডিয়া? অস্ট্রেলিয়া নয়, সামনে এবার দক্ষিণ আফ্রিকা। বরাবরের 'চোকার' হিসেবেই যাদের বদনাম। কিন্তু, এবার মার্করাম, ডি-কক, ক্লাসেনদের যা পারফরম্যান্স, তাদের হাল্কাভাবে দেখার কোনও কারণ নেই। ৫০ ওভারের বিশ্বকাপের মত এবারও আগাগোড়া অপরাজিত থেকেই ফাইনালে টিম ইন্ডিয়া। রোহিত ব্যাট হাতে আগাগোড়া বিধ্বংসী ফর্মে। সেমিফাইনালে বাজিমাত করেছেন স্পিনাররা। সঙ্গে বুমরাহ-ম্যাজিক তো আছেই। ফাইনালে বিরাট যদি ফর্মে ফেরেন তাহলে প্রোটিয়াদের ম্যাচে ফেরা কঠিন। শক্তিশালী প্রোটিয়া ব্রিগেডকে উড়িয়ে ব্রিজটাউনে ট্রফি উঠুক রোহিতদের হাতে, এই আশায় বুক বাঁধছে গোটা দেশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola