Team India: ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় দল, আজ বিকেলে 'ভিকট্রি প্যারেড'

Continues below advertisement

ABP Ananda Live: T-20 বিশ্বকাপ জয়ের ৫ দিন পর ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল। দিল্লি বিমানবন্দরে থেকে সোজা হোটেলে চলে যান বিরাট, রোহিতরা। সেখানে ভারতীয় দলের জার্সির রঙের কেক কাটা হয়। এরপর সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বকাপজয়ীরা। বিকেলে তাঁরা পৌঁছবেন মুম্বইয়ে। ৫টা নাগাদ নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয়যাত্রা। হুডখোলা বাসে T-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা। সন্ধেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে ভারতীয় দলের হাতে ১২৫ কোটি টাকা তুলে দেবে BCCI. বিশ্বজয়ীদের দেওয়া হবে সম্বর্ধনা। দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনা পেলেন রোহিতরা। টিম হোটেলে ঢোকার মুখে জমিয়ে নাচ রোহিত, সূর্য, হার্দিকদের। 

দেশে ফিরে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাইছেন রোহিতরা। আর সেকারণেই নিজেই X হ্যান্ডেলে একটি আবেদন করলেন ২০২৪-এ বিশ্বজয়ী ভারতীয় টি২০ টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর ট্যুইটে তিনি লিখেছেন, 'আমরা এই বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে উপভোগ করতে চাইছি। তাই চলুন এই জয় উদযাপন করতে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে Victory parade-এ চলে আসুন। ৪ জুলাই বিকেল ৫টা থেকে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram