Durand Cup: ডুরান্ড কাপের অভিনব উদ্বোধন কলকাতায়, বহুতল থেকে কাপ নিয়ে ঝাঁপ সেনাবাহিনীর

Continues below advertisement

১৩২তম ডুরান্ড কাপের অভিনব উদ্বোধন। ট্রফি নিয়ে কলকাতার সর্বোচ্চ বহুতল থেকে ঝাঁপ দুই প্রাক্তন সেনাকর্তার। অভিনব উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর। মঙ্গলবারই ডুরান্ড ট্রফি নিয়ে অবসর নেওয়া লেফটন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা এবং গ্রুপ ক্যাপ্টেন কমল সিংহ শহরের সবথেকে উঁচু বহুতল, '৪২' থেকে ঝাঁপ দেন। ১৮৮৮ সালে প্রথম ডুরান্ড কাপ আয়োজিত হয়েছিল। এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এবার ৩ অগাস্ট থেকে শুরু হবে, চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। অংশগ্রহণ করবে ২৪টি দল, যাদের ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে।। ছয়টি মাঠে একমাসব্যাপী এই টুর্নামেন্ট আয়োজিত হবে। এই ২৪ দলের মধ্যে ১২টি আইএসএলের দলের পাশাপাশি, আই লিগে খেলা ৫টি দলও অংশগ্রহণ করবে। ৪২ ম্যাচশেষে ৩ সেপ্টেম্বর যুবভারতীতে আয়োজিত হবে ডুরান্ড কাপের ফাইনাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram