IPL 2023: চার-ছক্কার খেলায় শূন্যের রেকর্ড? আইপিএলে লজ্জার নজির বড় তারকাদেরও

Continues below advertisement

আইপিএলে (IPL) একদা 'পিঞ্চ হিটার' হিসাবে সুনীল নারাইনের (Sunil Narine ) বেশ সুখ্যাতি ছিল। এমনকী ১৫ বলে যুগ্মভাবে আইপিএলের দ্রুততম অর্ধশতরানও হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। কিন্তু সেইসব দিন অতীত। গত কয়েক মরসুম ধরেই সম্ভবত নারাইনের দুর্বলতা ধরে ফেলেছে বাকি দলগুলি। সেই কারণেই তিনি ব্যাটে নামলেই একের পর এক শর্ট বল ধেয়ে আসে তাঁর দিকে। সুনীলও বারংবার কার্যত একই ফাঁদে পা দিচ্ছেন। এ মরসুমটা তো ব্যাট হাতে তাঁর কাছে দুঃস্বপ্নের মতো কাটছে বললেও ভুল বলা হবে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram