Thomas Cup: জয় একা আসে না, গোটা দলে মিলে নিয়ে আসে বললেন অলিম্পিয়ান মধুমিতা সিংহ । Bangla News

৭৩ বছর পর টমাস কাপে প্রথমবার সোনা জয় ভারতের। ব্যাডমিন্টনে ইতিহাস ভারতের। ১৪ বারের কাপজয়ী ইন্দোনেশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন। কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনদের হাত ধরে ব্যাডমিন্টনে ইতিহাস। এই প্রসঙ্গে  অলিম্পিয়ান মধুমিতা সিংহ বিস্ত বলেন, একা একজনে কোনও জয় আসে না। গোটা দল একসাথে হলে তবেই এই জয় আসে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola