হাওড়ার ডুমুরজলায় লক্ষ্মীরতন শুক্লর ক্রিকেট অ্যাকাডেমিত শুরু অনুশীলন, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক
Continues below advertisement
আজ থেকে হাওড়ায় ডুমুরজলা এলাকায় প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লর ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু হল অনুশীলন। ১৫ বছরের ঊর্ধ্বে মাত্র ২০ জন প্র্যাকটিসে যোগ দেয়। সাইকেল বা মোটরবাইক ছাড়া অন্য যানবাহনে আসা কাউকে প্র্যাকটিসে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। অ্যাকাডেমিতে স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক।
Continues below advertisement
Tags :
Laxmi Ratan Shukla Cricket Academy করোনা পাশবালিশ Lockdown Update ABP Live Abp Ananda Unlock One