ABP Exclusive: মাঠে ইংরেজদের আতঙ্ক, ভালবাসেন চাইনিজ খাবার, তবে ভাল নাচতে পারেন না তিতাস ।Titas Sadhu

Continues below advertisement

জাতীয় সঙ্গীতের (National Anthem) সঙ্গতে পদক গলায় পরার অনুভূতি কীরকম, ফাইনালের আগে শুনিয়েছিলেন অলিম্পিক্সে (Olympics) সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাতে উদ্বুদ্ধ হয়ে বল হাতে ব্রিটিশদের দর্পচূর্ণ করেন হুগলির (Hooghly) চুঁচুড়ার কন্যা। প্রিয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। শুভেচ্ছাবার্তায় ভাসছেন। কিন্তু পরের লক্ষ্য তৈরি তিতাস সাধুর (Titas Sadhu)। মহিলাদের আইপিএলে (WIPL) সুযোগ পেলে নিজেকে প্রমাণ করা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram