Euro 2024 Final: জার্মানির বার্লিনে লাল বিপ্লব,ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবার ইউরো সেরা স্পেন

Continues below advertisement

 Spain Vs England: জার্মানির বার্লিনে লাল বিপ্লব! ইংল্যান্ডকে (England) ২-১ গোলে হারিয়ে চতুর্থবার ইউরো সেরা স্পেন (Spain)। আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ হ্যারি কেনদের।  প্রথম দল হিসাবে ইংল্যান্ড একাধিক ইউরোর ফাইনাল হারের অনভিপ্রেত রেকর্ডটি নিজেদের নামে করল। ২০১২ সালের স্পেনের ইউরোজয়ী দলের একমাত্র সদস্য যিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ১২ বছরের ব্যবধানে ফের তাঁর হাতে উঠল মহাদেশ সেরার ট্রফি। হেসুস নাভাস ১৪তম ফুটবলার হিসাবে জিতলেন একাধিক ইউরো। ঘটনাক্রমে, ১৪জনের ১৩ জনই স্প্যানিশ। ২০১৫ ও ২০১৯ সালে যথাক্রমে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২১, দুই বয়সভিত্তিক দলের হয়ে ইতিমধ্যেই মহাদেশের সেরা খেতাব জিতে নিয়েছিলেন লুইস দে লা ফুয়েন্তে। এরপর তিনি সিনিয়র দলের সঙ্গে ২০২৪ সালের ইউরো জিতে গড়লেন ইতিহাস। ১৭ বছর ১ দিনে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে কোনও ইউরোর ফাইনালে মাঠে নামার রেকর্ড গড়লেন লামিন ইয়ামাল। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইউরোর ম্যাচ খেলার পর আরও এক রেকর্ড এল তাঁর ঝুলিতে। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram