Virat Kohli: জন্মদিনে ৪৯তম One day century করে সচিনকে ছুঁলেন কিং কোহলি

ইডেনের বিরাট, বিরাটের ইডেন। জন্মদিনে ৪৯তম One day century করে সচিন কে ছুঁলেন কিং কোহলি। দক্ষিণ আফ্রিকার সামনে ৩২৭ রানের টার্গেট রাখল ভারত। ৪৯ থেকে ৫০-এ পৌঁছোতে আমার ৩৬৫ দিন লেগেছে। আমার আশা, তুমি খুব কম দিনেই আমার রেকর্ড ভাঙতে পারবে। বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট সচিন তেন্ডুলকরের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola