Mohunbagan : মোহনবাগানের ভোট আসন্ন,শনিবার ছেলে সৃঞ্জয় বসুর সমর্থনে ভোট প্রচারে নেমেছেন টুটু বসু

ABP Ananda LIVE : মোহনবাগানের ভোট আসন্ন। তার আগে নির্বাচনকে সামনে রেখে উইকেন্ডেও জমজমাট প্রচার চালাচ্ছেন শাসক গোষ্ঠী থেকে বিরোধী গোষ্ঠী। শনিবার ছেলে সৃঞ্জয় বসুর সমর্থনে ভোট প্রচারে নেমেছেন টুটু বসু। অন্য়দিকে রবিবার নির্বাচনী সভা করলেন মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্ত। 

'এরপর থেকে আন্দোলনের অভিমুখ দিল্লিমুখীও হবে', বিকাশভবনে বৈঠকের পর বার্তা চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধির

"এরপর থেকে আন্দোলনের অভিমুখ শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। আমাদের আন্দোলনের রূপরেখার পরিবর্তন হচ্ছে।" বিকাশভবনে শিক্ষা দফতরের মুখ্যসচিব ও সেক্রেটারির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি।

তিনি বললেন, "এরপর থেকে আন্দোলনের অভিমুখ শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। আমাদের আন্দোলনের রূপরেখার পরিবর্তন হচ্ছে। আমরা বিশ্বাস করি যে, আমাদের আধিকারিকদের দুর্নীতি যতটা দায়ী এখানে, কোর্টও আমাদের দিকটা দেখেনি। মানবিকতার গ্রাউন্ডে দেখেনি। আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা মনে করি, আমাদের সঙ্গে ন্যায়প্রতিষ্ঠা হয়নি। যেটা হয়েছে সেটা ভারত তথা পশ্চিমবঙ্গের কাছে ভীষণ কলঙ্কিত একটা বিষয়। তাই, এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি। সেটা কীভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে। কোর্টকেও বার্তা দিতে চাইছি, যে রায়টা হয়েছে, সেটা এতগুলো মানুষের জীবন-জীবিকা নিয়ে যে ছেলেখেলা হয়েছে ...এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয়। এই বিষয়টা নিয়ে যে পুনর্বিবেচনার আর্জি করা হয়েছে, সেটা যেন সত্যি সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায়। কারণ, এটা ছেলেখেলার বিষয় নয়। এতগুলো মানুষের জীবন, এতগুলো মানুষের সংসার, তাদের বাচ্চা ...একটা পুরো জেনারেশন ধ্বংস হয়ে যাবে। আমাদের রাজ্য তথা দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে। এই যে রায়টা হয়ে থাকল সেটা পরবর্তীকালে আমাদের যে ভাই-বোনরা আছে, তাঁরা যখন পরীক্ষা দেবেন, এটাই কিন্তু উদাহরণ হিসাবে ব্যবহার করা হবে।"  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola