IPL 2023: প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর কেকেআরের হয়ে আর সুযোগ পাবেন লিটন?
IPL 2023: গতকাল, ২০ এপ্রিল, বৃহস্পতিবার, কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দিল্লি ক্যাপিটালসে বিরুদ্ধে নিজের আইপিএল অভিষেক ঘটান বাংলাদেশের তারকা কিপার-ব্যাটার লিটন দাস। তবে নিজের আইপিএল অভিষেকে চূড়ান্ত ব্যর্থ লিটন। ব্যাট হাতে মাত্র চার রান করেই সাজঘরে ফেরেন বাংলাদেশি তারকা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একাধিক স্টাম্পিংও মিস করেন লিটন। দলের পরাজয়ের জন্য অনেকেই লিটনের দিকে আঙুল তুলছেন।