Samir Banerjee: কলকাতায় যাওয়ার ইচ্ছা রয়েছে জুনিয়র উইম্বলডন খেতাব জিতে জানালেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement
উইম্বলডনের (Wimbledon 2021)মঞ্চে বাঙালি রাজ। রবিবার ঘাসের কোর্টে জুনিয়র উইম্বলডন খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাঙালি টেনিস প্লেয়ার সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee)। ফাইনালে মার্কিন টেনিস প্লেয়ার ভিক্টর লিলভকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি। ১৭ বছরের এই প্রতিভাবান টেনিস প্লেয়ারের পক্ষে খেলার ফল ৭-৫, ৬-৩। খেতাব জয়ের পর এবিপি আনন্দকে সমীর বলেন, "খুবই কম প্রত্যাশা নিয়ে খেলতে নেমেছিলাম। সাফল্য পেয়ে ভালো লাগছে। কলকাতায় যাওয়ার ইচ্ছা রয়েছে।"
 
রবিবারের ফাইনালে মোট ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াই হয় ২ প্রতিপক্ষের মধ্যে। শেষবার ভারতীয় হিসেবে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন যুকি ভামব্রি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। এছাড়া ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন ও ১৯৯১ সালে ইউ এস ওপেন জিতেছিলেন লিয়েন্ডার পেজ। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram