iPhone 16: ফোনের বাজারে ঝড় তুলেছে iphone 16, কী কী নজরকাড়া এই ফোনে; স্পেশাল ফিচার কী?

Continues below advertisement

ABP Ananda Live: অবশেষে অপেক্ষার অবসান, বাজারে চলে এসেছে আই ফোন ১৬। আপাতত বাজারে এসেছে এই সিরিজের চারটি মডেল। আই ফোন ১৬, আই ফোন ১৬ প্রো, আই ফোন ১৬টি প্লাস এবং আই ফোন ১৬ প্রো ম্যাক্স। এটি প্রথম আইফোন, যা অ্যাপেল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। এবার অ্যাপল তার আইফোন প্রো মডেলের স্ক্রিন সাইজ এবং ক্যামেরার গুণমানে বড় ধরনের পরিবর্তন এনেছে। iPhone 16 Pro তে কোম্পানি 6.7 ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড, ট্রু টোন, পি3 ওয়াইড কালারের মতো অনেক বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। এই ফোনে প্রসেসরের জন্য Apple A18 Pro চিপসেট রয়েছে। কোম্পানির দাবি, এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এই ফোনের পিছনে একটি 48MP প্রাথমিক ক্যামেরা রয়েছে, যা OIS সমর্থন সহ আসে। এছাড়াও, এই ফোনটিতে একটি 48MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর রয়েছে, যা অটোফোকাস বৈশিষ্ট্য সহ পাওয়া যায়। একই সময়ে, এই ফোনের তৃতীয় ব্যাক ক্যামেরাটি 12MP, যা 5x টেলিফটো লেন্সের সঙ্গে পাবেন আপনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram