Cyber Fraud: 'Work from Home'এ প্রতারণার ফাঁদ! বিপদ চিনবেন কী ভাবে? ABP Ananda Live

Continues below advertisement

Cyber Crime: ইদানিং বারবার খবরের শিরোনামে উঠে আসছে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে প্রতারণার (Work From Home Scam) নানা ঘটনা। কখনও ই-মেলে, কখনও টেক্সট মেসেজে আবার কখনও ফোন কলের মাধ্যমে বাড়ি বসেই কাজ করে অর্থ উপার্জনের অফার আসে। সেখানে পা দিলেই পড়তে পারেন বিপদে। এই ধরনের সাইবার প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। কারা এদের সহজ টার্গেট? কী কী লোভ দেখায় এরা? কোন কোন বিষয়গুলি দেখে সতর্ক হবেন? ব্যাঙ্কের নথি চাইলে দেবেন? কীভাবে এড়াবেন এই বিপদ? ভিডিওতে রইল বিস্তারিত।

সাইবার প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। কারা এদের সহজ টার্গেট? কী কী লোভ দেখায় এরা? কোন কোন বিষয়গুলি দেখে সতর্ক হবেন? ব্যাঙ্কের নথি চাধলতগ দেবেন? কীভাবে এড়াবেন এই বিপদ? ভিডিওতে রইল বিস্তারিত।                    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram