Abhishek Banerjee: বিজেপি যত হেরেছে মূল্যবৃদ্ধি তত কমেছে: অভিষেক। Bangla News
Continues below advertisement
ত্রিপুরায় (Tripura) ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গোটা বক্তব্যে নানা ইস্যুতে বিজেপিকে (BJP) নিশানা। অভিষেক বলেন, 'আপনারা জোট বাঁধুন। যদি ভারতীয় জনতা পার্টি আবার যেতে, তাহলে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বাড়বে। বিজেপি হারলে রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেলের (Petrol Price Rise) দাম আর বাড়বে না।' অভিষেকের দাবি, 'বিজেপি যত হেরেছে মূল্যবৃদ্ধি (Inflation) তত কমেছে।'
Continues below advertisement