Tripura Fair: ত্রিপুরায় শুরু হল ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। Bangla News
ত্রিপুরায় শুরু হল ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি এই ১৪ জন দেবদেবী একসাথে পূজিত হন । আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজার সূচনা হয়, চলে সাত দিন । ২৬২ বছরে পা দিল এবার খার্চি। ১৯৪৮ সালে ত্রিপুরা ভারত ভুক্তির পর থেকে এই পূজা ও মেলার দায়িত্ব নেয় সরকার
Tags :
ABP Ananda Tripura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ