Tripura: টানা দ্বিতীয়বার ত্রিপুরায় ক্ষমতায় বিজেপি, মুখ থুবড়ে পড়ল তৃণমূল
Continues below advertisement
অন্য়দিকে, ত্রিপুরায় আসন কমলেও ফের ক্ষমতা দখল করল বিজেপি। সেখানে খাতাই খুলতে পারল না তৃণমূল। টানা দ্বিতীয়বার ত্রিপুরায় ক্ষমতায় এল বিজেপি। বুথ ফেরত সমীক্ষাকে সত্য প্রমাণিত করে, ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখল NDA। তবে একা ম্যাজিক ফিগার পেরতে পারল না বিজেপি। অন্যদিকে একসঙ্গে লড়েও ১৪-তেই থেমে গেল বাম-কংগ্রেস জোট। ১২টি আসনে জিতে নজর কাড়ল তিপ্রামথা। তবে মুখ থুবড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। শূন্য হাতেই ফিরতে হল তাদের।
এমনকী, তৃণমূলের থেকেও বেশি ভোট পড়ল NOTA-য়! যেখানে তৃণমূল পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ, সেখানে NOTA-য় পড়েছে ১ দশমিক ৩৫ শতাংশ।
Continues below advertisement