ফটাফট: ত্রিপুরায় উপ নির্বাচনে ভোটগ্রহণ শুরু। রাতেই সুরমায় আক্রান্ত তৃণমূল প্রার্থী। Bangla News
ত্রিপুরায় উপ নির্বাচনে ভোটগ্রহণ শুরু। রাতেই সুরমায় আক্রান্ত তৃণমূল প্রার্থী। গাড়ি ঘেরাও বাইকবাহিনীর, ভাঙচুর। কর্মীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলার অভিযোগ।মহারাষ্ট্রে সঙ্কট আরও চরমে। মুখ্যমন্ত্রীর পদে থেকেও সপরিবারে সরকারি বাংলো ছাড়লেন উদ্ধব ঠাকরে। রাতেই গেলেন মাতোশ্রীতে। বিধানসভায় শক্তি পরীক্ষার প্রস্তুতি। সরকার বাঁচাতে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব পাওয়ারের। খারিজ করলেন বিদ্রোহী মন্ত্রী। পাল্টা উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিল বিজেপি।
প্রস্তাব ফেরালেন শিণ্ডে। শিণ্ডের বিদ্রোহে টলমল জোট সরকার। সুরাত থেকে গুয়াহাটিতে বিদ্রোহীরা। পৌঁছলেন আরও ৪ শিবসেনা বিধায়ক, খবর সূত্রের। (ফোনো- একনাথ...আমার সঙ্গে ৪৬ জন বিধায়ক
Tags :
ABP Ananda Tripura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ By-elections এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ