২০১০ স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ও বার্সার কিংবদন্তি আন্দ্রে ইনিয়েস্তা

১৯৫৮ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য় টুর্নামেন্ট পেয়েছিলেন ব্রাজিলের দিদি

২০০৫ সালে প্রায় একক ক্ষমতায় লিভারপুলকে ট্রফি এনে দিয়েছিলেন জেরার্ড

চেলসির জার্সিতে ১৫০-র ওপরে গোল করেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড

জোহান নিকেনস সত্তরের দশকে নেদারল্যান্স ও আয়াক্স দলের সম্পদ ছিলেন মিডফিল্ডে

ইতালির জার্সিতে বিশ্বকাপ ও জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন আন্দ্রে পির্লো

ক্রোয়েশিয়ার গত বিশ্বকাপের রানার্স আপ দলের অধিনায়ক লুকা মদ্রিচ

বার্সার জার্সিতে তাঁর পায়েই তিকিতাকা জনপ্রিয়তা পেয়েছিল। তিনি জাভি

ম্যান ইউয়ে ফার্গুসনের বিশ্বস্ত ছাত্র পল স্কোলস

১৯৯০ বিশ্বকাপজয়ী জার্মানির অধিনায়ক লোথার ম্যাথিউজ