অধিকাংশ মানুষই শীতকালে খুসখুসে কাশির যন্ত্রণায় ভোগেন
দিনে অন্তত ১২ গ্লাস ইষদুষ্ণ গরম জল খেলে খুসখুসে কাশি কিছুটা কমে যায়
এক কাপ জলে আদা কুচি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে নিন
রসুনের অ্যালিসিন বাজে গন্ধের কারণ হলেও তা শুকনো কাশি দূর করতে ওস্তাদ
গলাব্যথা এবং খুসখুসে কাশি হলে নিরাময়ে এলাচ খেতে পারেন
খুসখুসে কাশি বেড়ে যেতে পারে এগুলোর কারণে
চায়ের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেতে পারেন
দিনে অন্তত ৩ বার গরম লাল চা খান
মধুতে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে যা কাশি কমাতে সহায়ক
এতে শুকনা কফ ও খুসখুসে কাশির উপদ্রব কমে যাবে
খুসখুসে কাশির ক্ষেত্রে হলুদ ওষুধের মতো কাজ করে