আজ মধুমিতা সরকারের জন্মদিন, তবে এই বছরের আয়োজন একেবারে অন্যরকম।
চেতলার পথশিশুদের নিয়ে একটা ছোট্ট আয়োজন করেছিল মধুমিতার টিম। তাঁদের সঙ্গেই কেক কেটে জন্মদিন পালন করলেন মধুমিতা
এদিন মধুমিতার হাতেও তুলে দেওয়া হয় হাতে আঁকা জন্মদিনের কার্ড ও ফুল।
পথশিশুদের সঙ্গেই কেক কাটেন মধুমিতা, নিজের হাতে সবার মুখে তুলেও দেন কেক।
ছোটদের জন্য এদিন চকোলেট ও উপহার এনেছিলেন মধুমিতা
প্রিয় অভিনেত্রীকে তাদের মধ্যে পেয়ে খুশি ছোটরাও।
সাদা সালোয়ার কামিজ ও ওড়নায় মধুমিতা যেন ঘরের মেয়ে।
ছোটদের সঙ্গে মাটিতে বসেই গল্পে মাতলেন অভিনেত্রী
মধুমিতার জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়। এই কাজের উদ্যোগ নিয়েছিলেন মধুমিতার ফ্যানক্লাবের সদস্যরা। খাবার বিতরণ করা হয় রাস্তার কুকুরদের জন্যও।
শহরের ব্যস্ততা কাটিয়ে, বিশেষ দিনটা কাটানোর জন্য বাবা-মায়ের কাছে চম্পাহাটি পাড়ি দিয়েছেন অভিনেত্রী