তিনের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রত্তন বাইয়ের প্রপৌত্রী, অভিনেত্রী পরিচালক ও প্রযোজক শোভনা সামার্থের নাতনি তিনি।
'গুপ্ত: দ্য হিডেন ট্রুথ' ছবিতে কাজের জন্য কাজল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' পেয়েছিলেন। ১৯৯৮ সালে নেতিবাচক চরিত্রে তিনিই প্রথম মহিলা অভিনেত্রী যিনি ফিল্মফেয়ার পান।
লন্ডনের আইকনিক লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর 'হ্যারডস'-এ মিনিয়েচার পুতুল রয়েছে যে চার ভারতীয়র, কাজল তাঁর অন্যতম।
প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক সিটির আমেরিকান স্টক এক্সচেঞ্জের সূচনা করেন কাজল ও সঙ্গে ছিলেন শাহরুখ খান।
এক সাক্ষাৎকারে কাজল জানান যে 'উধার কি জিন্দেগি' ছবিটি অভিনেত্রী হিসেবে তাঁকে বদলে দেয়। এই পেশার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও বদলায়।
কাজল একজন নিষ্ঠাবান সমাজকর্মীও। শিশুশিক্ষার প্রসারে তিনি প্রতিনিয়ত কাজ করছেন। 'শিক্ষা' নামক এক এনজিওর সঙ্গে জড়িত তিনি।
কাজলের একাধিক শখের অন্যতম কল্পবিজ্ঞান ঘরানার বই পড়া, ভুতের উপন্যাস পড়া এবং কবিতা লেখা।