আজ জন্মদিন অভিনেত্রী নবনীতা দাসের। মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন জিতু কমল



তাঁদের সম্পর্ক নিয়ে এখন তুমুল জল্পনা চলছে, অনেকদিন ধরেই নাকি আলাদা থাকছেন জিতু-নবনীতা।



নবনীতা জানিয়েছিলেন, আইন মাফিক আলাদা থাকার সময় শেষ হলেই কোর্টে বিচ্ছেদের আবেদন করবেন তাঁরা।



তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি জিতু, খোলেননি মুখও।



সোশ্যাল মিডিয়ায় জিতু শেয়ার করে নিয়েছেন নবনীতা জন্মদিন উদযাপনের ভিডিও।



শুভেচ্ছাবার্তা জানিয়ে জিতু প্রার্থনা করেছেন নবনীতা যাতে ভাল থাকেন।



অনুরাগীরা এই পোস্টে মন্তব্য করেছেন, অভিমান ভুলে ফের যেন একসঙ্গে থাকেন জিতু-নবনীতা



আপাতত ধারাবাহিক বিয়ের ফুল -এ দেখা যাচ্ছে নবনীতা দাসকে



অন্যদিকে একের পর এক ছবির কাজে ব্যস্ত রয়েছেন জিতু