অবশেষে ভারতে এল নতুন হুন্ডাই টুসো। কোম্পানি এর দাম রেখেছে ২৭.৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

নতুন টুসো দুটি ট্রিমে দেশে দেখতে পাবেন। ট্রিমগুলিকে প্ল্যাটিনাম ও সিগনেচার নাম দেওয়া হয়েছে।

আপাতত এই গাড়ি ৫০,০০০ টাকায় বুকিং করা যাবে। দেশের ১২৫টি শহরে ২৪৬টি হুন্ডাই সিগনেচার আউটলেটের মাধ্যমে এই গাড়ি বিক্রি করা হবে।

বৈশিষ্ট্যের দিকে তাকালে নতুন টুসো হল হুন্ডাইয়ের প্রথম গাড়ি যাতে ADAS লেভেল 2 ফিচার দেওয়া হয়েছে।

এর মধ্যে ১৯টি বৈশিষ্ট্য সহ ৬০ টিরও বেশি কানেকডেট কার টেকনোলজি রয়েছে।

এর হুইলবেস ২৭৫৫ এমএম। ভারতে গাড়ির লং হুইলবেস সংস্করণটি পাওয়া যাবে। এটি একটি ৫ সিটার গাড়ি।

এতে একটি ২.০ লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে। যা একটি ৬ স্পিড অটোমেটিক দিয়ে সজ্জিত। গাড়িতে একটি ২.০ লিটার ডিজেল ইঞ্জিনও পাবেন।

Tucson-এ তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য রয়েছে। এসইউভিটিকে আলকাজারের উপরের শ্রেণিতে রেখেছে হুন্ডাই।

কুল/হিটিং ফাংশন সহ আসন, ড্রাইভার সাইড মেমরি সিট ফাংশন, প্যানোরামিক সানরুফ, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল রয়েছে গাড়িতে।

360 ডিগ্রি ক্যামেরা, সামনে/পিছনের সেন্সর, এয়ার পিউরিফায়ার, হিডেন এয়ার ভেন্ট ও আরও অনেক কিছু বৈশিষ্ট্য লোড করা হয়েছে এই গাড়িতে।