এবার পেনশনহোল্ডারদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS)-এর মাধ্যমে ন্যূনতম নিশ্চিত রিটার্ন স্কিম নিয়ে আসছে পেনশন নিয়ন্ত্রক PFRDA।

এই স্কিমের মাধ্যমে গ্যারান্টেড রিটার্ন পাবেন বিনিয়োগকারী। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল পেনশন সিস্টেমে(NPS) চালু করা হতে পারে এই স্কিম।

PFRDA চেয়ারপার্সন সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় বলেছেন, '' আমরা বর্তমানে ন্যূনতম গ্যারান্টি রিটার্ন স্কিম নিয়ে কাজ করছি।''

এই স্কিম বিনিয়োগকারীদের বিপুল পরিমাণে সুনিশ্চিত অর্থ পেতে সাহায্য করবে। ন্যূনতম গ্যারান্টি স্কিম ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করা হতে পারে।

সুপ্রতিম বন্দোপাধ্যায়ের জানিয়েছেন, গত ১৩ বছরে জাতীয় পেনশন প্রকল্পে বিনিয়োগকারীদের বার্ষিক ১০.২৭ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।

পেনশন সম্পদের আকার ৩৫ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ২২ শতাংশ অর্থাৎ মোট ৭.৭২ লক্ষ কোটি টাকা NPS ও ৪০ শতাংশ EPFO -র কাছে রয়েছে।

অনেকদিন ধরেই এই নতুন স্কিমের বিষয়ে পরিকল্পনা করছিল PFRDA। এবার সেই খবর নিশ্চিত করলেন খোদ PFRDA চেয়ারপার্সন ।

নতুন এই স্কিম এলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন পেনশনহোল্ডাররা। এটা তাদের কাছে বড় সুখবর নিয়ে আসবে।

সরকারি স্কিম হওয়ায় এমনিতেই বেসরকারি বিনিয়োগ প্রকল্পের থেকে এর বিশ্বাসযোগ্যতা বেশি থাকবে।

অবসর জীবনে শেয়ার বাজারের মতো ঝুঁকির দিকে যেতে চান না বিনিয়োগকারীরা। সেই ক্ষেত্রে এই ন্যূনতম গ্যারান্টেড স্কিম হতে পারে বড় তহবিলের চাবিকাঠি।