ভারতে মিড সাইজ সেডানের ২ টি ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি ডায়নামিক লাইন ও পারফরম্যান্স লাইন এনেছে ফক্সওয়াগন GT লাইনে আপনি সাধারণ চেহারার পরিবর্তে বেশি স্পোর্টি লুক পাবেন চেরি লাল রঙের জিটি ভ্যারিয়েন্টে কালো রঙের চাকা রয়েছে পাশ থেকে দেখলে গাড়ি দৈর্ঘ্যে অনেকটাই বড় দেখায় GT সিট, অ্যালুমিনিয়াম প্যাডেলগুলিতে লাল সেলাই করা রয়েছে ৮ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি ১০ ইঞ্চি টাচ স্ক্রিন গাড়িতে এই সেডানে পাবেন বিশাল ৫২১ লিটারের বুট