গ্লেন ম্যাক্সওয়েল অরেঞ্জ ক্যাপের দৌড়ে গ্লেন ম্যাক্সওয়েল দৌড়ে রাহুল দৌড়ে প্রাক্তন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল মুম্বইয়ের ঈশান ১৫.২৫ কোটিতে ঈশানকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৬০০-র বেশি রান গত ২ মরসুমে ৬০০-র বেশি রান রাহুলের তালিকায় পন্থ দিল্লি অধিনায়ক ঋষভ পন্থও তালিকায় রয়েছেন রোহিতের পার্টনার এই আইপিএলে রোহিতের ওপেনিং পার্টনার ঈশান বিধ্বংসী পন্থ ২০২১ মরসুমেও পন্থের ব্যাট থেকে ৪১৯ রান এসেছিল শতরানের অপেক্ষা অধরা শতরান, ধারাবাহিকতা ফিরে পাওয়ার লক্ষ্যে বিরাট নতুন দায়িত্ব কে এল রাহুলের কাঁধে লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়কত্ব পন্থের পুরনো ফর্মের রিপিট? ২০১৮ সালে ৬৮৪ রান করেছিলেন আইপিএলে