গত আড়াই বছরে ব্যাটিং ব্যর্থতার চরমে বিরাট কোহলি, তিনিও এই তালিকায় অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই হয়ত কুড়ির ক্রিকেটের বিরাটের শেষ বিশ্বকাপ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই সীমিত ওভারে ফর্ম্য়াটে কামব্যাক করেছিলেন এই মুহূর্তে টি-টোয়েন্টি জাতীয় দলে না থাকলেও বিশ্বকাপে হয়ত থাকবেন, তবে ৩৫ বছরের অশ্বিনের এটাই শেষ বিশ্বকাপ হতে পারে গত আইপিএল দীনেশ কার্তিকের ক্রিকেটীয় কেরিয়ারে একটা বড় বদল এনেছে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া বিশ্বকাপে ভারতীয় দলে থাকতে পারেন কার্তিক, তবে এটাই হয়ত শেষ বিশ্বকাপ তাঁরও ভুবনেশ্বর কুমার তাঁর কেরিয়ারে বারবার চোট আঘাতে ভুগেছেন দীপক চাহার উঠে এসেছেন, এই পরিস্থিতিতে ভুবিরও হয়ত অস্ট্রেলিয়ায় শেষ বিশ্বকাপ খেলা হবে বয়স ৩৫ পেরিয়েছে, ভারত অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন এই তালিকায় টেস্টে মন দিতে চান, রোহিতও হয়ত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন অস্ট্রেলিয়ায়