সদ্য মুক্তি পেল নতুন সিরিজ 'জনি বনি'-র ট্রেলার। ট্রেলারে সাদা কালো থিমে সেজেছিলেন সব কলাকুশলীরা। সাদা গাউনে সেজেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তার গাউনের নিচের অংশে ছিল কালো প্রিন্ট। এই গল্পে প্রথমবার দেবাশীষ মণ্ডলের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা দত্ত। ক্রাইম থ্রিলার এই গল্পে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন দেবাশীষ, নাম জনার্দন। অভিজিৎ চৌধুরী পরিচালিত এই সিরিজের প্রযোজনায় রয়েছে মিলকি ওয়ে ফিল্মস'। তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনও কেসের তদন্তের দায়িত্ব পেতে। গল্পে স্বস্তিকার চরিত্রের নাম আঁখি। দেবাশীষের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর স্বস্তিকার দিদির ছেলে বনি এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় কেবল পুলিশি তদন্ত নয়, এই সিরিজে রয়েছে দাবার মারপ্যাঁচের গল্পও।