অনেকেরই কোল্ড ড্রিঙ্কস পান করতে পারেন না।
প্রাকৃতিক পানীয় শরীরের এনার্জি বাড়ায় এবং তরতাজাও রাখে।
প্রাকৃতিক বেশ কিছু পানীয় নিয়ম মেনে পান করা যেতে পারে।
নারকেল জল স্বাস্থ্যকর।
এতে মিনারেল থাকে প্রচুর পরিমাণে থাকে।
কম্বুচা মূলত এক ধরনের চা।
প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এবং অ্যাসিটিক অ্যাসিড এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে।
জলজিরা অনেকরই অত্যন্ত পছন্দের পানীয়।
এই পানীয় হজমে সাহায্য করে।
আখের রস ডিহাইড্রেশন সহ ক্লান্তি প্রতিরোধে সাহায্য করে।