আজ বাংলায় সোনা এবং রুপোর দাম কত, তা জেনে নিন। আর তা জানাচ্ছে জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আজ ২৪ ক্যারেট (Fine Gold 995)- এর ১ গ্রামের দাম ৬০৮৭ টাকা।

অন্যদিকে আজ ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৪৮৪৫ টাকা। আজ রুপোর দাম ১ কেজি ৭২,৩৬৩ টাকা।

আজ ২২ ক্যারেট সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৮৮০ টাকা।

অন্যদিকে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি করতে গেলে ১ গ্রামের দাম পাবেন ৫৫৩৯ টাকা।

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

এছাড়াও fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু।

24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে ২২ ক্যারেটের সোনা। এই সোনা দিয়েই গয়না তৈরি হয়।