প্রিমিয়ার লিগে ম্যান সিটির অন্যতম ভরসা ছিলেন হালান্ড নরওয়ের এই স্ট্রাইকার ৩৫ ম্যাচে ৩৬ গোল করেছেন পিএসজির হয়ে ৩৭ ম্যাচে ২৮ গোল এমবাপের লিগ ওয়ান খেতাব জিতেছে এবার পিএসজি, এই নিয়ে রেকর্ড ১১ বার লা লিগার সর্বোচ্চ গােলস্কোরার রবার্ট লেওয়ানডস্কি বার্সেলোনার জার্সিতে ৩৩ ম্যাচে ২৩ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার জার্মানির নিকলাস ফুলক্রুগ বুন্দেশলিগার সর্বোচ্চ গোলস্কোরার এসভি ওয়েরডার ব্রেমেনের হয়ে ২৮ ম্যাচে ১৬ গোল করেছেন নিকলাস নাপোলির হয়ে সর্বোচ্চ গোলস্কোরার ভিক্টর ওসিমহেন সিরি-এ খেতাবজয়ী নাপোলির হয়ে ৩৭ ম্যাচে ২৩ গোল করে সর্বোচ্চ গোলস্কোরার ভিক্টরই