শুভমন গিলের এ মরসুমে ৮৫১ রান করে ফেলেছেন

গিল যদি ফাইনালে ১২৩ রান করতে পারেন, তাহলে তিনি কোহলির রেকর্ড ভেঙে ফেলবেন

কোহলির এক মরসুমে সর্বাধিক রানের রেকর্ড ভাঙবেন তিনি

শতরান করলে এক মরসুমে যুগ্মভাবে সর্বাধিক চার শতরানের রেকর্ডও নিজের নামে করবেন তিনি

রশিদ এ মরসুমে ২৭টি উইকেট নিয়েছেন

এক মরসুমে এটাই কোনও স্পিনারের নেওয়া সর্বাধিক উইকেট

তবে বর্তমানে চাহালের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক তিনি

আর একটি উইকেট নিলেই এককভাবে এই রেকর্ড তাঁর দখলে চলে আসবে

আইপিএলের ফাইনালে মাঠে নামলে অবশ্য ধোনির রেকর্ড গড়া পাকা

প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলবেন ধোনি