অন্যান্য আইডি প্রুফ থেকে আলাদা আধার কার্ড। এতে রয়েছে নাগরিকের বায়োমেট্রিক তথ্য।
যাতে নাগরিকের আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান করা হয়। এই কারণে অন্যান্য আইডি যেমন রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে আলাদা এই নথি।
আধার কার্ড হোল্ডারদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে UIDAI । এখন রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড করা যাবে।
আজ আমরা আপনাকে রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড করার উপায় বলে দেব।
প্রথমে রেজিস্টার্ড বা নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড করতে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
এবার আপনাকে 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে। আপনি চাইলে আধার নম্বরের পরিবর্তে16 সংখ্যার ভার্চুয়াল আইডিও দিতে পারেন।
এবার আপনাকে ক্যাপচা দিতে বলা হবে। মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকলে My Mobile No is not Registered অপশনে ক্লিক করুন।
পরে আপনার কাছে আপনার নতুন নম্বর চাওয়া হবে। সেই নম্বরটি লিখে দিন। আপনার দেওয়া নম্বরে এবার OTP আসবে। ওয়েবসাইটে এই নম্বরটি লিখুন।