আইপিএলের প্লে অফ খেলতে কলকাতায় পৌঁছে গেলেন কিংগ কোহলি শহরে পা রেখেই অধরা আইপিএল জয়ের শপথ নিলেন আরসিবি ক্রিকেটারেরা অন্য দলের ভরসায় প্লে অফে পৌঁছেছি, এবার নিজেদের দক্ষতা দেখাও, সতীর্থদের বললেন বিরাট আইপিএলের ইতিহাসে তিন-তিনবার ফাইনালে উঠেছে আরসিবি কোনওবারই শেষরক্ষা হয়নি, খালি হাতে ফিরতে হয়েছে আরসিবিকে সমস্ত অনিশ্চয়তা দূর করে এবার ফের প্লে অফে উঠেছে আরসিবি মুম্বই শেষ ম্যাচে দিল্লিকে হারানোয় আরসিবির প্লে অফ নিশ্চিত হয় বুধবার এলিমিনেটরে বিরাটদের প্রতিদ্বন্দ্বী লখনউ সুপারজায়ান্টস