আধার কার্ড আর কেবল আপনার পরচিয়পত্র নয়। সন্তানের স্কুলে ভর্তি ছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা নিতে কাজে লাগে এই কার্ড ।
সেই কারণে দেশের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এই ডকুমেন্ট।
এই ক্ষেত্রে আপনাকে কাছের আধার কেন্দ্রে গিয়ে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
প্রথমে আপনাকে UIDAI ওয়েবসাইট uidai.gov.in-এ লগ ইন করতে হবে। এবার এখানে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন।
এই আধার এনরোলমেন্ট ফর্মটি পূরণ করা হলে তা কাছের আধার সেবা কেন্দ্রে জমা দিন।
এই কাজের জন্য আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মচারীরা ২৫ টাকা + জিএসটি ফি হিসাবে নতুন ছবি আপডেট করবে।
আপনি আধার কেন্দ্রে ইউআরএন সহ একটি স্লিপ পাবেন। আধার কার্ডের ছবি পরিবর্তন করা হয়েছে কি না জানতে এই URN ব্যবহার করতে পারেন। পরে কার্ডটি ডাউনলোড করে নিন।