ডিজিটাল ইন্ডিয়ার যুগে আধার আর কেবল পরিচয়পত্র নয়। আপনার পরিচিতির পাশাপাশি আর্থিক সঞ্চয়ের সঙ্গে যুক্ত এই কার্ড।

নিত্যদিন গ্রাহকের কার্ডের খবর পেতে জাল বিছায় প্রতারকরা। কীভাবে জালিয়াতদের থেকে রক্ষা করবেন আপনার আধার কার্ড ? পথ দেখাচ্ছে UIDAI।

প্রতারক বা হ্যাকারকুলের থেকে আপনার আধার কার্ডকে রক্ষা করতে এখন এসেছে মাস্কড আধার আইডি বা ভার্চুয়াল আইডি।

নামের মধ্যেই লুকিয়ে আছে এই মাস্কড আইডির আসল কাজ। কোনও জায়গায় আধার কার্ডের গোপনীয়তা বজায় রেখেই কাজে লাগে এই আইডি।


Masked Aadhaar-এর মাধ্যমে আসলে কোনও ব্যক্তি তাঁর আধার নম্বর লুকিয়ে রাখতে পারে।ই- আধার কপিতে সহজেই করা যায় এই কাজ।

আধার কার্ডের গোপনীয়তা বজায় রাখতে প্রথম ৮টি সংখ্যা দেখতে দেয় না মাস্কড আইডি। পরিবর্তে সেখানে ‘xxxx-xxxx’ এই ধরনের কিছু দেখায়। এই ক্ষেত্রে কেবল ৪ সংখ্যা দেখা যায় সেখানে।

আপনার ফিজিক্যাল আধার কার্ডের সব নম্বর না দেখালে সবার কাছেই বৈধ এই মাস্কড আধার আইডি। তাই কোনও জায়াগায় এই আধার আইডির গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা হয় না।

UIDAI কর্তৃপক্ষ আধার কার্ড হোল্ডারদের এই নম্বর দেওয়ায় আইডি নিতে বাধ্য যেকোনও প্রতিষ্ঠান।

কেবল শেষের চার সংখ্যা প্রকাশ্যে থাকায় কার্ড নিয়ে জালিয়াতি হওয়ার সম্ভাবনাও কম।