পটাশিয়াম, ভিটামিনে সমৃদ্ধ, ত্বকের আর্দ্রতা বজায় রাখে অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান, ত্বকের ঔজ্জ্বল্য ফেরায় রাসায়নিকের ছোঁয়া এড়ান, বাড়িতেই মজুত টোটকা দুধে হরমোনের ভারসাম্য, ত্বক উজ্জ্বল হয় রোদে পুড়ে দফারফা! ত্বকের বাড়তি যত্ন জরুরি ঔজ্জ্বল্য ফেরাতে পেঁপে, ছোপ দূর হয়, দাগও হাল্কা হয় ত্বকের জন্য অনবদ্য হলুদ, প্রদাহবিরোধী উপাদান রয়েছে সেনসিটিভ, শুষ্ক ত্বকে শসা, ডার্ক সার্কলও দূর করে দইয়ে ল্যাকটিক অ্যাসিড, বলিরেখা, ডার্ক সার্কল দূর রোদ থেকে রক্ষা পান, সানগ্লাস, ফুলহাতা জামা পরুন