ফের বড়পর্দায় ফিরছে মজার একগুচ্ছ জুটির মজার প্রেমকাহিনি। আসছে 'আবার বিবাহ অভিযান'। ছবির পরিচালনায় সৌমিক হালদার। এসভিএফের প্রযোজনায় সম্প্রতি এই ছবির মহরত হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পোস্ট করা হয়েছে একগুচ্ছ ছবি। ২০১৯ সালে মুক্তি পায় 'বিবাহ অভিযান'। সেই ছবির জনপ্রিয় অনির্বাণ-প্রিয়ঙ্কার জুটিকে ফের দেখা যাবে এই ছবিতে। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে ছবির শ্যুটিং শুরু হবে ৮ নভেম্বর। এই মাসেই শ্যুটিং শেষ হয়ে যেতে পারে। সূত্রের খবর, ছবির শ্যুটিং হবে তাইল্যান্ড ও কলকাতার বিভিন্ন এলাকায়। প্রথমবারের মতোই এই ছবিতে থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়া, সোহিনী সরকারকেও। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন অভিনেতা সৌরভ দাস। নির্মাতাদের দাবি, প্রথম ছবি দর্শকদের থেকে বিপুল পরিমাণে ভালবাসা ও প্রশংসা পেয়েছিল। সেই থেকেই 'বিবাহ অভিযান'-এর দ্বিতীয় ভাগ তৈরির পরিকল্পনা ও সিদ্ধান্ত নেন তাঁরা।