মুক্তির অপেক্ষায় 'মিলি' ছবি।

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী কপূর।

মুক্তির আগে ছবির প্রচারে ব্যস্ত তারকা কন্যা।

ঝলমলে 'মাল্টি-কালার্ড' স্কার্ট-টপে ক্যামেরাবন্দি হলেন জাহ্নবী।

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বনি কপূর।

বাবার প্রযোজনায় এই প্রথম অভিনয় করছেন মেয়ে।

জাহ্নবীর বিপরীতে এই ছবিতে দেখা যাবে সানি কৌশলকে।

এটি মালয়লম ছবি 'হেলেন'-এর অফিসিয়াল হিন্দি রিমেক।

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মাথুকুট্টি জেভিয়ার।

ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।