ছোকরা নায়করা আজও অনুকরণ করেন তাঁর স্টাইল সাদা জামা, সাদা প্যান্ট, সঙ্গে সাদা জুতোও পরতেন এই বয়সেও সেই অভ্যাস ছাড়েননি, ফের মিলল প্রমাণ গণেশ পুজোর আবহে মুম্বইয়ে দেখা গেল জিতেন্দ্রকে পরনে সেই ট্রেডমার্কের সাদা জামা, প্যান্ট, জুতো উপরে যদিও ছিল হলুদ রংয়ের হাফ স্লিভ কোট কালো চশমায় ঢাকা চোখ, সেই তারকাসুলভ চেহারা আজকাল খুব একটা দেখা যায় না তাঁকে নিভৃতেই থাকেন জিতেন্দ্র, দেখা দিলেন অনেক দিন পর