ইনস্টায় রহস্যঘন পোস্ট রুক্মিণী মৈত্র-র।
তিনি বলেন,' আজ রাতে আমাকে কোথায় পাবেন, জানেন ?
'জানেন নিশ্চয় ?' প্রশ্ন করার পরেই নিজেই দিলেন উত্তর।
বলেন, 'ডান্স ডান্স জুনিয়ার'-এ তার দেখা মিলবে।
রিয়েলিটি শোয়ের তৃতীয় ফেজে দেখা যাচ্ছে তাঁকে।
প্রতি শনিবার ও রবিবার অনুষ্ঠানটি হয়।
ডান্স ডান্স জুনিয়রের দায়িত্বে আছেন রোহন ভট্টাচার্য।
রুক্মিণী-র সঙ্গেই বিচারকের আসনে রয়েছেন দেব
রুক্মিণী-র সঙ্গেই বিচারকের আসনে রয়েছেন মনামীও।
স্বাভাবিকভাবেই এই ইনস্টা পোস্ট ঘিরে লাইকের বন্যা।